ছেলেদের কষ্টের উক্তি - ইমোশনাল ছেলেদের কষ্টের উক্তি সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক, "ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।" যদিও এই একটি উক্তিটি কোন ছবির ডায়লগ, তবে ভালোবাসার ক্ষেত্রে ডায়লগ টা খুবই কার্যকর। আপনি যখন কাউকে মন দিয়ে ভালোবাসবেন সেও তখন আপনাকে অনেক ভালবাসবে।
পোস্টসূচীপত্রঃআপনি যদি ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যই। আজকে আপনাদের এই আর্টিকেলটির মাধ্যমে ছেলেদের কিছু কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল।
ভূমিকা
ভালোবাসা এমন একটা জিনিস যেখানে সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছুই থাকে। পৃথিবীতে জন্মানো প্রতিটি প্রাণী তার নিজস্ব জায়গা থেকে সবাইকে ভালোবাসার ক্ষমতা রাখে। তবে মানুষদের ক্ষেত্রে ভালোবাসা পাওয়াটা যেমন সুখকর তেমনি না পাওয়াটা অনেক কষ্টদায়ক। তাই কাউকে ভালবাসলে তাই কাউকে ভালবাসলে তাই কাউকে ভালবাসলে মর্যাদা দিয়ে ভালবাসতে হয়।
ছেলেদের কস্টের স্ট্যাটাস
প্রত্যেকটা ছেলের জীবনেই কষ্ট, আবেগ ও ভালোবাসা রয়েছে। তবে কোন ছেলে তার নিজের কষ্ট খুব সহজে প্রকাশ করতে পারে না। তা একটা ছেলের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। আসলে ছেলেদের কষ্ট কেউ বুঝতে পারে না তা নয়, ছেলেদের কষ্টই কেউ কখনো অনুভব করতে পারে না। প্রতিটা ছেলেই তার প্রিয় মানুষকে নিঃস্বার্থভাবে ভালবাসে। কিন্তু দিন শেষে ছেলেদের কে ভালোবাসার মত কেউ থাকে না।
ছেলেদের কস্টের উক্তি
- কষ্ট তো তখনই হয়, যখন কি অনেকটা কাছে এসে, আবার দূরে চলে যাই।
- অপেক্ষাটা তো সেই করে, কাউকে মন, প্রাণ দিয়ে ভালোবাসি।
- ছেলেরা খুব সহজে কান্না করে না, যদি না কষ্টটা পাহাড় সম হয়।
- ভাগ্যে সাফল্য থাকে না, সফলতা সেখানে থাকে যেখানে পরিশ্রমী তার সর্বোচ্চ চেষ্টা করে।
- মনে রাখব তোমাকে চিরদিন, তুমি যেখানেই থাকো যতদিন।
- একজনের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দেওয়ার নাম ছেলে নয়, নিজের আপনজন সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ছেলে।
- একটি ছেলে কখনো একজনকে নিয়ে চিন্তা করে না, তাদের মাথায় থাকে ৪ নারী। মা, বোন, স্ত্রী ও কন্যা।
- পরিবারকে ভালো একটা ছেলে সব কঠিন কাজকেই বরণ করে নেই।
- ছেলেদের জীবনটা বড় জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপ গুলো কেউ দেখতে পায় না।
- ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়াই আমি তারে,দেয় না দেখা আমায় কভু খেয়াল তুমি খুব প্রভু।
- টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে আজ সারাদিন, বিস্ময় ভাবনায় কাটেনা সময়, তাকে শুধু মনে পড়ে রাতদিন।
- সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল।
- ছেলেরা নিজেকে বাজি রেখে পরিবারকে বাঁচিয়ে রাখে।
- কখনো ভেবো না ছেলে মানেই হচ্ছে আনন্দ আর স্বাধীনতা, কেননা সে স্বাধীনতার পিছনে লুকিয়ে আছে কষ্টে ভরা বাস্তবতা।
- যাকে বুঝাতে চেয়েছি সে কখনো বুঝতে পারেনি আমায়, আর যাকে বুঝাতে চাইনি সে রয়েছ আমার অপেক্ষায়।
- হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটাই তাদের বৈশিষ্ট্য।
- মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না, কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র।
- আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না।
ইমোশনাল কস্টের উক্তি
- কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুঁজছে আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে।
- ছেলেরা কখনো প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে স্বীকারোর বন্ধু হতে পারেনা।
- মেয়েদের চোখে যত সহজে বৃষ্টি নামে, ছেলেদের আকাশে তত সহজে মেঘ জমাও নিষেধ।
- বয়স বাড়ছে বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে আদর কমছে, চাপ বাড়ছে সুখ কমছে এভাবেই ছেলেদের জীবন শেষ হয়ে যাচ্ছে।
- দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন হেরে যায়।
- একজন ছেলে কখনোই হাউমাউ করে কাঁদে না, বরং তার কান্না হয় নিঃশব্দে, নিভৃতে, যেন কেউ না দেখে, কেউ না বোঝে,কেউ না শুনে।
- ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না।
- একটা ছেলের সবচেয়ে বড় ভুল, প্রতিষ্ঠিত না হয় কাউকে নিয়ে স্বপ্ন দেখা।
- ছেলেদের চোখে পানি তখনই আসে, যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে।
- মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে।
- ছেলেদের মন খারাপের অধিকার নেই, কান্নার অধিকার নেই, কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে নাকামো করছে।
- শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে, জীবনটা কতটা কষ্টের। না পারে খেতে না পারে ঘুমাতে।
- এক বোতলে বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজারও বিষ হজম করতে হয়। এটাই ছেলেদের বাস্তব জীবন।
- ছেলেরা তখনই ভেঙ্গে পড়ে, যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না।
- ছেলেরা সবাইকে খুব বেশি আপন করে নেয়, তাই তারা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পায় না।
- প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়।
- ছেলেদের কান্না শব্দ হয়তো খুব কম, কিন্তু গভীরতা অনেক বেশি।
মধ্যবিত্ত ছেলেদের কস্টের উক্তি
- ছেলেদের যত আঘাত দাও সে কাঁদবে না, সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে।
- প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খুঁজে না, যাকে ভালবাসি তাকে রানীর মত করে রাখে।
- বর্তমান সময় টাকার কোন বিকল্প নেই, একটা পুরুষ লাঞ্ছিত তখন হয় যখন তার পকেট শূন্য হয়।
- মেয়ে হয়ে হয়তো ভাবছো তুমি পরাধীন, হওনা ছেলে দেখবে বাস্তবতা কত কঠিন।
- টাকা ছাড়া পুরুষ মানুষের মত অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
- ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো, তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকত না।
- কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায়।
- কারো মনের এত গভীরে প্রবেশ করোনা, যেখান থেকে সে বের করে দিলে তুমি অসহায় হয়ে পড়বে।
- ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই তাদের থাকে অভাব, হয় টাকার নয়তো ভালোবাসার।
- মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না, থাকে শুধু মাথা ভর্তি টেনশন।
- তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি ছেলে মেয়ে নও।
- অবহেলা এমন একটা জিনিস, যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে।
- ছেলেরা কখনো মায়া কান্না করতে জানেনা, তাদের প্রতিটি অশ্রু জল প্রকৃত বাস্তবতা।
- ঘৃণা অবহেলা একাকিত্ব নির্ঘুম রাত, কিছু ছেলের জীবন এভাবেই শেষ হয়ে যায়।
- প্রতিটা ছেলে তার নিজেকে নিয়ে সব সময় একা অনুভব করে, কারণ সে জানে পাশে থাকার মতো আর কেউ নেই।
লেখকের মন্তব্য
আজকে আমরা আপনাদেরকে এই আর্টিকেলের মাধ্যমে ছেলেদের কস্টের উক্তি সম্পর্কে বেশ কিছু ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।
এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন বিষয় জানতে হলে আমাদের ওয়েবসাইটটিতে ফলো দিয়ে রাখুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url