উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ 11 এর মধ্যে পার্থক্য কি
মাইক্রোসফট একটি অপারেটিং সিস্টেম কোম্পানি। সম্প্রীতি মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ১১ রিলিজ করেছে। কিন্তু মাইক্রোসফটের কথা ছিল উইন্ডোজ ১০ হবে মাইক্রোসফট এর OS আপডেট। তবে মাইক্রোসফট কোম্পানি এবার উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১ এ দুটি ভার্সন আপডেট করেছে। তাই আসুন এই দুটি আপডেট সম্পর্কে জেনে নেয়া যাক।
পোস্টসূচীপত্রঃআগের দিনের মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করতো। কিন্তু কম্পিউটার বর্তমানে ব্যক্তিগত এবং ব্যবসায়িক দুই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে। কম্পিউটার চালাতে হলে একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হয়। এর পূর্বে বহু কোম্পানি উইন্ডোজ তৈরি করেছে।তবে বর্তমান সময়ের নতুন সংযোজন উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১। আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো।
ভূমিকা
আজকে আমরা এই আর্টিকেলটিতে উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১ কি সে সম্পর্কে জানবো। উইন্ডোজ দুইটা কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং এর পার্থক্য সম্পর্কে জানতে চলেছি। তাই আপনাদের সবাইকে আর্টিকেলটি মন দিয়ে পড়ার জন্য অনুরোধ করছি।
উইন্ডোজ ১১ SE কি
মাইক্রোসফট কোম্পানির নতুন ক্লাউড ফার্স্ট অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন উইন্ডোজ ১১ এ SE। মূলত এই অপারেটিং সিস্টেমটি তৈরীর লক্ষ্য হলো কে-এইট(K-8)। উইন্ডোজ ১১ মূলত একটি স্ট্রাইপ ডাউন সংস্করণ যা শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
Chrome OS এর বিকল্প হিসেবে Microsoft OS প্রকাশ করার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ভালো একটা সাড়া ফেলল আশা করছে। তার মানে বোঝা যাচ্ছে, উইন্ডোজ ১১ শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্যই মূলত তৈরি করা হয়েছে।
উইন্ডোজ ১১ SE কিভাবে উইন্ডোজ ১১ থেকে আলাদা
উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১ অ্যাপের উপস্থিতি এবং ইন্সটল করা
আমরা যখন উইন্ডোজ ১১ SE এর সাথে উইন্ডোজ ১১ এর তুলনা করি তখন এর মূল পার্থক্য হল এর উপস্থিতি। উইন্ডোজ ১১ ডেস্কটপে OS এর বিপরীতে দন্ডায়মান থাক। কিন্তু মাইক্রোসফট ১১ SE মাইক্রোসফট স্টোরের মাধ্যমে পাঠানো হয় না। উইন্ডোজ ১১ ম্যানুয়াল ভাবে ইন্সটল করতে হলে উইন্ডোজের ৩২বিট অ্যাপটি ইন্সটল করতে পারবেন ন।
এর ফলস্বরূপ, আপনি আপনার শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ল্যাপটপ বা ডেস্কটপে iTunes বা Spotify এর মতো নেটিভ অ্যাপ ইন্সটল করতে পারবেন না। আপনি ম্যানুয়াল ভাবে অ্যাপগুলো ইনস্টল করতে না পারলেও উইন্ডোজ ১১ SE নির্বাচনকৃত অনুমোদন প্রাপ্ত ৩২ বিট এবং UWP অ্যাপগুলো পেতে পারেন।
উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১ - Snap Layouts
মাইক্রোসফট কোম্পানি তার নতুন স্ন্যাপ লেআউট বৈশিষ্ট্য সহ উইন্ডোজ ১১ তে মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা অনেক উন্নত করেছে। যখন আপনি উইন্ডোজ ১১ তে ছয়টি বিকল্প ধরনের প্লে আউট পাবেন তার মধ্যে উইন্ডোজ ১১ SE আপনাকে শুধুমাত্র দুটি লেআউট ব্যবহার করতে পরামর্শ দেয়। কারণ এই লেআউট দুটি ব্যবহার করা অনেক সহজ।
এই লেআউট দুটি ব্যবহারে তারা আপনাকে একের সময় আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করতে দিচ্ছে। অ্যাপস ম্যাপিং এর কথা বলতে গেলে, এটাও উল্লেখ্য যে সমস্ত অ্যাপ উইন্ডোজ ১১ SE-তে Default রূপে ফুল স্ক্রিন মোডে প্রকাশিত হয়। এটি কি সঠিক বলে মনে হচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ১১ SE-সমর্থিত বাজেট ল্যাপটপ গুলি ছোট স্কিনের সাথে পাঠানো হয়।
উইন্ডোজ SE এবং উইন্ডোজ ১১ - Widgets
মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ১১ এর সাথে আরো কিছু প্যানেল যুক্ত করেছে যা আপনাকে সর্বশেষ খবর, খেলাধুলার স্কোর, আবহাওয়া, ছবি এবং আরো অনেক তথ্য দেখায়। উইন্ডোজ ১১ এর এই বৈশিষ্ট্যটি উইন্ডোজ ১১ SE তে এ রাখা উপস্থিতি নেই।
মাইক্রোসফট কোম্পানি যেহেতু উইন্ডোজ ১১ SE তৈরি করেছে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে সেজন্য মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ ১১ SE এর মধ্যে একই বৈশিষ্ট্য রাখেনি এবং এটি একটি ভালো জিনিস। যেহেতু উইন্ডোজ ১১ এর এই শিক্ষা-কেন্দ্রিক সংস্করণের মাধ্যমে জিনিসগুলোকে হালকা রাখতে চাই।
এদিকে আপনি যদি উইন্ডোজ ১১ এর উইজেটগুলির অনুরাগী না হন, তাহলে আপনি উইন্ডোজ ১১ এ উইজেটগুলি নিষ্ক্রিয় করার জন্য আমাদের নির্দেশিকা অনুসরণ করতে পারেন।
উইন্ডোজ ১১ SE এবং উইন্ডোজ ১১ বৈশিষ্ট্য তুলনা চার্ট
মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ১১ SE সম্পর্কে আপনাকে সহজে ধারণা দেওয়ার জন্য একটি তুলনা চার্ট প্রকাশ করেছে। আপনি নিচে দেখতে পাবেন,উল্লেখযোগ্য বাদ দেওয়ার মধ্যে রয়েছে সমস্ত উইন্ডোজ অ্যাপ চালানোর বিকল্প, সীমিত প্রাপ্যতা এবং আপনার বিদ্যমান।
উইন্ডোজ ১০ পিসি বা ল্যাপটপ থেকে আপগ্রেড করার বিকল্প এবং যেমনটি পরিষ্কার হওয়া উচিত, আপনি শুধুমাত্র উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পারেন।
উইন্ডোজ ১১ SE সিস্টেমের প্রয়োজনীয়তা
প্রথম OS ক্লাউড হওয়া সত্ত্বেও উইন্ডোজ ১১ SE এর উইন্ডোজ ১১ এর মতোই সিস্টেমের প্রয়োজনীয়তা রয়েছে। মাইক্রোসফট কোম্পানি বলছে উইন্ডোজ ১১ SE টাও উইন্ডোজ ১১ এর মতো একই কোরে তৈরী করা। আপনি চাইলে উইন্ডোজ ১১ SE সিস্টেমের প্রয়োজনীয়তা পরীক্ষা করে দেখতে পারেন
প্রসেসরঃ ১ গিগাহার্জ বা তার চেয়ে দ্রুততর এবং ২ বা তার বেশি কোরের সাথে সামঞ্জস্য রেখে ৬৪ বিট প্রসেসর সিস্টেমে অন করতে হবে।
র্যামঃ ৪ জিবি হতে হবে।
স্টোরেজঃ ৬৪ জিবি বা তার বেশি থাকতে হবে।
গ্রাফিক্স কার্ডঃ DirectX 12 বা তার পরে WDDM 2.0 ড্রাইভারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।
সিস্টেম ফার্মওয়্যারঃ UEFI ,যা নিরাপদ বুট করতে সক্ষম।
টিপিএমঃ টিপিএম(TPM) হলো একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম মডিউল।
ডিসপ্লেঃ ডিসপ্লে অবশ্যই (720p) এর হাই ডেফিনেশন এবং সাইজ ৯ ইঞ্চির বেশি ও ৮ বিট কালারে থাকা লাগবে।
উইন্ডোজ ১১ SE তে কোন অ্যাপস ইনস্টল করা যাবে
আগেই বলা হয়েছিল যে, উইন্ডোজ ১১ SE তে মাইক্রোসফট স্টোর এবং তৃতীয় পক্ষের Win32 অ্যাপ ইনস্টল করার কিছুটা অভাব রয়েছে। যেহেতু এটি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রের কাজে জন্য তৈরী তাই এতে ব্যবহৃত উইন্ডোজ ১১ SE অ্যাপ গুলো নির্দিষ্ট ডিজাইন পরিচালিত।
একজন ব্যবহারকারী হিসেবে সত্ত্বেও আপনাকে বেশিরভাই সময় Google Chrome এর মতো ব্রাউজারগুলিতে থাকা ওয়েব অ্যাপগুলোর ওপর নির্ভর করতে হয়। উইন্ডোজ ১১ SE -তে অ্যাপ ইনস্টলেশন পরিচালিত হয় Intune for Education।মাধ্যমে। শিক্ষা ক্ষেত্রে Intune for Education হলো মাইক্রোসফট এর ক্লাউড ভিত্তিক মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অর্থাৎ (MDM) পরিষেবা।
এই পরিষেবা স্কুলগুলির জন্য প্রশাসকদের স্টুডেন্ট ডিভাইস পরিচালনা করতে দেয়। এই কারণেই আপনার আইটি প্রশাসক Intune for Education ব্যবহার করে Zoom অ্যাপ এর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। তাছাড়া, Azure Active Directory(AAD) এবং Microsoft Account(MSA) হল উইন্ডোজ ১১ SE ডিভাইসে সমর্থিত একমাত্র প্রমাণিত টুল।
উইন্ডোজ ১১ SE শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিম্নে বর্ণিত বিভাগের Win32 এবং UWP অ্যাপগুলিকে নির্দেশনা দিয়েছে।
- বিষয়বস্তু সংশোধন অ্যাপ।
- পরীক্ষা গ্রহণের সমাধান অ্যাপ।
- শিক্ষা ক্ষেত্রে প্রবেশাধিকার অ্যাপ।
- যে অ্যাপ শ্রেণীকক্ষ যোগাযোগ সহজতর করে।
আপনি কি আপনার পিসিতে উইন্ডোজ ১১ SE ইনস্টল করতে পারবেন?
আপনাদের অনেকেরই সন্দেহ হতে পারে আপনি কিভাবে উইন্ডোজ ১১ SE ISO ডাউনলোড করতে পারেন। এ প্রশ্নটা খুবই ভালো।কিন্তু দুঃখের বিষয় আপনি এটি করতে পারবেন না। যেহেতু মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ১১ SE কোনো ধরনের ছবি প্রকাশ করেনা তাই আপনি এই মুহূর্তে আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ SE ইন্সটল করতে পারবেন না।
তাছাড়া মাইক্রোসফট কোম্পানি জানিয়েছে উইন্ডোজ ১১ SE খুচরা ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে না। তাই আমার মনে হয় বিভিন্ন জায়গার বিধি নিষেধ এবং একই সিস্টেমের প্রয়োজনীয়তা বিবেচনা করে আপনি উইন্ডোজ ১১ এর পরিবর্তে উইন্ডোজ ১১ SE বেছে নিয়ে খুব বেশি লাভবান হবেন না।
আপনি কি আপনার ল্যাপটপে উইন্ডোজ ১১ SE থেকে উইন্ডোজ ১১ Home বা Pro তে সুইচ করতে পারবেন
এর উত্তর হলো না। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ল্যাপটপে উইন্ডোজ ১১ SE থেকে উইন্ডোজ ১১ এর অন্য কোন সংস্করণে সুইচ করতে পারবেন না। উইন্ডোজ ১১ SE সামঞ্জস্যপূর্ণ ল্যাপটপগুলোর নাম নিচে উল্লেখ করা হলো
- Surface Laptop SE
- Lenovo 100W Gen3
- Acer TravelMate B3
- Dell Latitude 3120
- Asus BR1100C
- Lenovo 14W Gen2
- Lenovo 300W Gen3
- Dell Latitude 3120 2-in-1
- Acer TravelMate Spin B3
- Asus BR1100F
- Dynabook E10-S
লেখকের মন্তব্য
প্রিয় পাঠকগণ, আমরা আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান এর ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।
এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন বিষয় জানতে হলে আমাদের ওয়েবসাইটটিতে ফলো দিয়ে রাখুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url