বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান
আমাদের এই স্বাধীন বাংলাদেশের একমাত্র জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি কতটুকু জানেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলায় কেমন ছিলেন, কিশোর বয়সে কেমন ছিলেন এবং যুবক ও বার্ধক্য বয়সে কেমন ছিলেন সেটা কি আপনারা কেউ জানেন?
পোস্টসূচীপত্রঃবাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন ছিলেন তার সম্পর্কে জানতে হলে আমাদের আর্টিকেলটি পুরোপুরি পড়তে হবে। তাই বঙ্গবন্ধুর সম্পর্কে জানার জন্য পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ করছি।
ভূমিকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন বর্তমান সময়ে এসেএই কথাটা প্রায় সবারই জানা । কারণ বাঙালি জাতির স্বাধীনতা রূপকার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক। তাই আমরা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানব।
শেখ মুজিবুর রহমানের জন্ম
বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুংগীপাড়া শেখ পরিবারে গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানের বাবার নাম ছিল শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম ছিলসায়েরা খাতুন। শেখ মুজিবুর রহমান এর বাবা গোপালগঞ্জ দায়রা আদালতে হিসাব সংরক্ষণকারী হিসেবে নিয়োজিত ছিলেন।
বঙ্গবন্ধু ছিলেন ছয় ভাই বোন। তাদলের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। বঙ্গবন্ধু জন্মের পর তার নানা বঙ্গবন্ধুর নামকরণ করেন শেখ মুজিবুর রহমান। তবে শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। ছেলেবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুবই উদার মনের মানুষ ছিলেন।
গরিব দুঃখী মানুষের যখন যা প্রয়োজন হতো তাকে তখন তার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার চেষ্টা করতেন। তাছাড়া দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু তার নিজের গলার ধান এবং চাল গরিব দুঃখী মানুষের মাঝেও বিলি করেছেন।
শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনী
বঙ্গবন্ধু জন্মের পর তার যখন সাত বছর বয়স হয় অর্থাৎ ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় নামক স্কুলে তার শিক্ষা যৌবন শুরু করেন। তার দুই বছর পর ১৯২৯ সালে নয় বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে এক বছরের বেশি পড়ার সৌভাগ্য হয়নি।
শেখ মুজিবুর রহমানের বাবার বদলিজনিত চাকরির কারণে শেখ মুজিবুর রহমানকে ১৯৩১ সালে মাদারীপুর ইসলামিয়া বিদ্যালয়ে ভর্তি হতে হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৩৪ সাল পর্যন্ত পড়াশোনা করেন।তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু জটিল রোগের কারণে ১৯৩৪ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত এই চার বছর তিনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি।
১৯৩৮ সালে তার সুস্থতা লাভের পর তিনি গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউটে মিশন স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি হয় এবং এই স্কুল থেকে শেখ মুজিবুর রহমান আর এস এস সি পরীক্ষা সম্পন্ন করেন।১৯৪৪ সালে শেখ মুজিবুর রহমান কলকাতায় যান এবং সেখানে ইসলামিয়া কলেজ থেকে আই এ পাস করেন এবং ১৯৪৭ সালে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
কিশোর বয়সে বঙ্গবন্ধু
জাতির জনক শেখ মুজিবুর রহমান সব সময় বন্ধুসুলভ ছিলেন। তার কিশোর বয়সে তিনি অনেক ভালো কাজ করে বেরিয়েছেন। তার কোন বন্ধুর যদি খাতা না থাকতো কলম না থাকতো বঙ্গবন্ধু তার সেই বন্ধুকে তার নিজের খাতা কলম দিয়ে সাহায্য করতেন।
তাছাড়া রাস্তায় কোন দুস্থ মানুষকে দেখলে সে মানুষটিকে তার নিজের পরনের কাপড়ও পর্যন্ত দিয়ে দিতেন। বঙ্গবন্ধু এমনই ভালো মনের মানুষ ছিলেন যে দুর্ভিক্ষের সময়ও তার নিজের ঘরের চাল বিয়ে হলেও মানুষকে সাহায্য করে গেছেন।
ভাষা আন্দোলন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছাত্র জীবন থেকেই বিভিন্ন রকম অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলতেন। ১৯ দশকে যখন আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রচেষ্টা চলছিল তখন শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে আন্দোলন পরিচালনা করেন।
সেই সময় তার এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে।এতক্ষণ আমরা বঙ্গবন্ধুর সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম।এখন আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে জানব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হলে তার সম্পর্কিত সাধারণ জ্ঞান জানা খুবই জরুরী। নিম্নে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রকাশ করা হলো -
প্রশ্ন: 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির লেখক কে?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়?
উত্তর: ১৭ই মার্চ ১৯২০ সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কোন স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন?
উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়,গোপালগঞ্জ।
প্রশ্ন: বঙ্গবন্ধু কোন স্কুল থেকে মেট্রিক পাস করেন এবং কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ১৯৪২ সালে মেট্রিক পাশ করেন।
প্রশ্ন: শেখ মুজিব কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেল কত নম্বর রুমে থাকতেন
উত্তর: ২৪ নম্বর
প্রশ্ন: বঙ্গবন্ধু কিভাবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের মাধ্যমে।
প্রশ্ন: কত সালে শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারীর দায়িত্ব পান?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু কোন কলেজ থেকে এবং কত সালে বিএ পাস করেন?
উত্তর: কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন এবং কেন?
উত্তর: ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সহমত প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়।
প্রশ্ন: বঙ্গবন্ধুর জীবনে প্রথম কারাদণ্ডপ্রাপ্ত হন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে
প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কবে কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানখান যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম কি?
উত্তর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
শেখ মুজিবুর রহমানের ছেলে মেয়ে কয়টি এবং তাদের নাম কি?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা,শেখ কামাল,শেখ রেহানা,শেখ জামাল এবং শেখ রাসেল।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রী সভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: যুক্তফ্রন্ট মন্ত্রিসভার (১৯৫৪ সালে)
প্রশ্ন: ১৯৬৪ সালে শেখ মুজিবুরের নেতৃত্বে যে বিরোধী দলটি গঠন করা হয় তার নাম কি?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান প্রথম ছয় দফা ঘোষণা করেন কবে?
উত্তর: ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
প্রশ্ন: আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশনে ছয় দফা গৃহীত হয় কত সালে কত তারিখে?
উত্তর: ১৮ই মার্চ ১৯৬৬ সালে
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন?
উত্তর: ১৯৬৬ সালের ২৩ শে মার্চ।
প্রশ্ন: কোন প্রস্তাবের উপর ভিত্তি করে ছয় দফার রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব।
প্রশ্ন: প্রস্তাবিত ছয় দফার মধ্যে প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্তশাসন।
প্রশ্ন: 'বাঙালি জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত পায় কোনটি?
উত্তর: ৬ দফা আন্দোল
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন কাজ আমি করা হয়েছিল এবং শেখ মুজিব কে কততম আসামী করা হয়েছিল?
উত্তর: ৩৫ জনকে আসামি করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করা হয়েছিল।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে কে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২৩ শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে কোথায় 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়েছিল?
উত্তর: রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: বঙ্গবন্ধু আমাদের পূর্ববাংলাকে 'বাংলাদেশ' নামকরণ করেন কত সালে?
উত্তর: ৫ই ডিসেম্বর ১৯৬৯ সালে
প্রশ্ন: বঙ্গবন্ধু ৭ ই মার্চের ভাষণ দেন কোথায়?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: ১৭ই এপ্রিল ১৯৭১ সালে গঠিত অস্থায়ী সরকারে বঙ্গবন্ধুর পদ কি ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন।
প্রশ্ন: বঙ্গবন্ধু কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন?
উত্তর: ৮ই জানুয়ারি ১৯৭২ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
উত্তর: ১০ মার্চ ১৯৭২ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠকগণ, আমরা আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান এর ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।
এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন বিষয় জানতে হলে আমাদের ওয়েবসাইটটিতে ফলো দিয়ে রাখুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url