ধান গাছের বৈশিষ্ট্য - ধান কোন পরিবেশে ভালো হয়
ধান আমাদের অতি পরিচিত একটি খাদ্য শস্য। আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। যা আমরা ধান থেকে পেয়ে থাকি। ধান শুধু আমাদের প্রধান খাদ্য নয়। আমাদের দেশের আশেপাশে এমন অনেক দেশ রয়েছে যেখানে তাদের প্রধান খাবার ভাত। যা ধান গাছ থেকে উৎপত্তি হয়।
পোস্টসূচীপত্রঃযে সমস্ত এলাকায় বৃষ্টিপাত বেশি হয় এবং সমস্ত এলাকার জমি স্বাভাবিক জমির উচ্চতা থেকে নিচু হয় সেই সমস্ত জমিতে ধান চাষ ভালো হয়। ধান চাষ করতে হলে অনেক পরিশ্রম প্রয়োজন। তাই ধান চাষ করতে হলে অনেক শ্রমিক প্রয়োজন হয়। এইজন্য যে সমস্ত এলাকায় শ্রমিকের খরচ কম সেই সমস্ত এলাকাগুলোতে ধান চাষ করা অত্যন্ত সহজ।
ভুমিকা
আমরা আজকে এই আর্টিকেলে ধান গাছের নাম,প্রকারভেদ,কোন পরিবেশে ধান ভালো হয় এই সম্পর্কে জানতে পারবো
ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি
প্রতিটি খাদ্য সুরে বিজ্ঞানসম্মত নাম রয়েছে। তেমনি ধানের বৈজ্ঞানিক নাম (Oryza sativa)
ধান গাছের প্রকারভেদ
প্রাকৃতিকভাবে ধান প্রধানত তিন প্রকার
- আউশ ধান
- আমন ধান
- বোরো ধান
এছাড়া বৈজ্ঞানিক নীতি অনুসরণ করে বিজ্ঞানীরা আরো অনেক রকম ধানের উদ্ভাবন করেছেন। যা বর্তমান বিশ্বের অনেক দেশেই এখন খুব ভালোভাবে এই সমস্ত ধান উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে।
ধান গাছের নতুন জাত সমূহের নাম
আমরা এর আগেই জেনেছি বাংলাদেশের প্রধানত প্রাকৃতিকভাবে তিন প্রকারের ধান উৎপাদন করা হয়। তবে ২০২০ সালের দিকে বাংলাদেশের বিজ্ঞানীরা নতুন করে আরো পাঁচটি ধান জাতের উদ্ভাবন করে। সেগুলো হচ্ছেঃ
- ব্রি ধান ৮২
- ব্রি ধান ৮৩
- ব্রি ধান ৮৪
- ব্রি ধান ৮৫
- ব্রি ধান ৮৬
কোন পরিবেশে ধান ভালো হয়
ধান চাষ করতে হলে এমন জমি নির্ধারণ করতে হবে যে সমস্ত জমি স্বাভাবিক জমির উচ্চতায় কিছুটা নিচু। কারণ ধান চাষ করতে হলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। ধান চাষ করার সময় যদি কিঞ্চিৎ পরিমাণও পানির সংকট দেখা দেয় তাহলে ধান চাষ ভালো হয় না।
তাই ধান চাষ করার জন্য কৃষকদের এমন অঞ্চলের জমি নির্ধারণ করা উচিত যেই জমিগুলোতে ধান চাষের জন্য পানি সরবরাহ ব্যবস্থা ভালো। তাছাড়া অধিক বৃষ্টিপাত হলে ধান চাষ আরও সহজতর হয়ে যায়। তাই ধান চাষের জন্য নিচু জমি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধান কিভাবে চাষ করা হয়
ধান চাষ করার জন্য আমাদেরকে প্রথমে ধানের বীজ রোপনের জন্য বীজতলা তৈরি করতে হবে। এরপর সেখানে।যে ধান লাগানোর জন্য মনস্থির করা হয়েছে সেই ধানের বীজ ছিটে দিতে হবে। এরপর কয়েক দিনের ভিতর সেচ দিয়ে এখান থেকে চারা গজানোর ব্যবস্থা করতে হবে।
চারা গুলো বড় হলে সেখান থেকে শ্রমিক দ্বারা উত্তোলন করে প্রধান জমিতে রোপন করার ব্যবস্থা করা হয়। এভাবে ধান চাষের শুরু।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠকগণ , আমরা আজকে আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে ধান চাষ সম্পর্কে বলার চেষ্টা করেছি। আশাকরি ধান চাষ সম্পর্কে কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।
এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের আর্টিকেল পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও বিভিন্ন খবরাখবর পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করে রাখুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url