কম্পিউটার কাকে বলে - কম্পিউটার কি কি নিয়ে গঠিত জেনে নিন
Computer একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ গণনা যন্ত্র।সহজ কথায় বলা যায় কম্পিউটার এমন একটি যন্ত্র যা নির্দিষ্ট নিয়ম মেনে খুব দ্রুত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারে । একটা সময় ছিল যখন কম্পিউটার শুধু গননার কাজে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমান সময়ে গণনা ছাড়াও আরো বিভিন্ন প্রয়োজনীয় কাজে কম্পিউটার ব্যবহার হয়ে আসছে।
পোস্টসূচীপত্রঃকম্পিউটারের ব্যবহার একটা সময় স্বল্প পরিসরে হলেও দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। কম্পিউটার অতি প্রয়োজনীয় একটি যন্ত্র যা মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলেছে। তাছাড়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটারের ব্যবহার অপরিসীম।
ভূমিকা
প্রিয় পাঠকগণ, আজকে আমরা কম্পিউটার সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে দেবো যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। তাছাড়া কম্পিউটার কি কি ব্যবহার করতে হয় এবং একটি কম্পিউটারের জন্য কি কি প্রয়োজন সবকিছু আজকে আমরাই আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব।
কম্পিউটারের জনক কে
১৮৩৭ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন। এছাড়া তিনি আরো দুটি জিনিস আবিষ্কার করে। একটা হচ্ছে Analytical Engine আরেকটি হচ্ছে Difference Engine ।
কম্পিউটার এর পূর্ণরূপ
আমরা আগেই জেনেছি Computer মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। কিন্তু Computer এই শব্দটির একটি পূর্ণরূপ রয়েছে
C - commonly
O - Operated
M - Machine
P - Particularly
U - Used
T - Technical
E - Educational
R - Research
কম্পিউটার আসলে কি
Compute শব্দের অর্থ হচ্ছে গণনা। Compute থেকেই কম্পিউটার শব্দটি এসেছে। অর্থাৎ কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। অন্য দিক দিয়ে বলতে গেলে কম্পিউটার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম এবং ডিভাইস যা একজন ব্যবহারকারীর কাছ থেকে তার ইনপুট বিভিন্ন তথ্য অন্য কোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সাহায্য করে। কম্পিউটার শুধু একজন ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট পৌঁছাতে সাহায্য করে না অন্য কম্পিউটার সেটা আউটপুট এর মাধ্যমে আরেকজন ব্যবহারকারীকে সেই তথ্য পৌঁছে দেয়।
কম্পিউটার কত প্রকার ও কি কি
কম্পিউটার মূলত চার প্রকারঃ
সুপার কম্পিউটার
মেইন ফ্রেম কম্পিউটার
মিনি কম্পিউটার
মাইক্রো কম্পিউটার
কম্পিউটার কি কি নিয়ে গঠিত
বর্তমান সময়ে কম্পিউটার আমাদের জীবনের অপরিহার্য একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। বর্তমানে এটি ওয়েবসাইটের কাজ করা থেকে শুরু করে ভিডিও গেম খেলা এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রেও অনেক ব্যবহৃত হচ্ছে। কিন্তু কম্পিউটার কিভাবে ব্যবহৃত হয় বা একটি কম্পিউটার কি কি দ্বারা গঠিত চলুন আজকে জেনে নিই
মাদারবোর্ডঃ একটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড হলো মাদারবোর্ড। একটি কম্পিউটার ভালোভাবে কাজ করতে যা যা প্রয়োজন সবকিছু মাদারবোর্ডে সেট করা থাকে। যেমন - মাইক্রোপ্রসেস, মেমরি, হার্ড ড্রাইভ, অপটিকার ড্রাইভ। এই সমস্ত উপাদান একটি কম্পিউটার তৈরি করতে প্রয়োজন।
(CPU)সেন্ট্রাল প্রসেসিং ইউনিটঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে একটি কম্পিউটারের মস্তিষ্ক। মানুষের যেমন মস্তিষ্ক রয়েছে কম্পিউটারের মস্তিষ্ককে CPU বলা হয়। এটি দ্বারা কম্পিউটারের সকল নির্দেশনাবলি কার্যকর করা হয়।
(RAM)রেন্ডম এক্সেস মেমরিঃ একটি কম্পিউটার চালানোর সময় এর ভেতরে অবস্থিত অস্থায়ী ডেটা সংরক্ষণ করতে RAM ব্যবহৃত হয়। RAM মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং এটি গিগাবাইট এ পরিমাপ করা হয়।
(HDD)হার্ড ডিস্ক ড্রাইভঃ এটি হলো এক ধরনের স্টোরেজ যা একটি কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে সকল কিছুর ডেটা সংরক্ষণ করতে সাহায্য করে। HDD সাধারণত মাদারবোর্ডের পাশে একটি কেসের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় এবং এটি টেরাবাইট এবং পরিমাপ করা হয়।
অপটিক্যাল ড্রাইভঃ অনেক সময় আমরা সিডি বা ডিভিডি ব্যবহার করে যেকোন ডেটা কম্পিউটারে প্রবেশ করাই। এই সিডি বা ডিভিডি প্রবেশ করানোর মাধ্যমকে অপটিকাল ড্রাইভ বলা হয়।
ভিডিও কার্ডঃ কম্পিউটারে কাজ করার পর যখন আমরা কোন ছবি মনিটরে দেখতে চাই এটি দেখার জন্য এটি ডিভাইসের প্রয়োজন হয় যা ভিডিও কার্ড নামে পরিচিত।
মনিটরঃ মনিটর হল এমন একটি ডিভাইস আমরা যে কাজগুলো কম্পিউটারে করি সেগুলোকে আমাদের সামনে প্রদর্শন করতে সাহায্য করে।
কিবোর্ড এবং মাউসঃ কিবোর্ড এবং মাউস এমন দুটি ডিভাইস যা দ্বারা আমরা একটি কম্পিউটারের মধ্যে বিভিন্ন রকমের নির্দেশনা প্রদান করে কাজ করাতে পারি। যেমন - লেখালেখির জন্য কিবোর্ড ব্যবহার করা হয় এবং বিভিন্ন আইটেম সিলেক্ট করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর কাজে মাউসের কার্সর ব্যবহার করা হয়।
কম্পিউটারের বৈশিষ্ট্য
অন্যান্য ইলেকট্রিক যন্ত্রের মধ্যে কম্পিউটার অন্যতম। তাই কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নিচে বর্ণনা করা হলো
নির্ভুলতাঃ কম্পিউটার যাদের দ্রুত কাজ করুক না কেন কম্পিউটারের কাজ কখনো ভুল হয় না। যেহেতু বর্তমানে কম্পিউটার অনেক উন্নত পর্যায়ে গেছে সে ক্ষেত্রে নির্দিষ্ট কোন প্রোগ্রাম দ্বারা কোন কাজ করতে গেলে কখনো কোন ভুল হয় না। অর্থাৎ মানুষ ভুল করতে পারে কিন্তু কম্পিউটার কখনো ভুল করতে পারে না।
বহুমুখীতাঃ কম্পিউটার এমন একটি ডিভাইস যার মধ্যে একসাথে অনেকগুলো কাজ করা যায়। লেখালেখি করা, অনলাইনে কাজ করা, বিভিন্ন তথ্য খুঁজে বের করা, কোন কোম্পানির লাভ ক্ষতি হিসাব রাখা আরো নানান ধরনের কাজ একসাথে করা যায়। তবে দিন দিন কম্পিউটারের প্রযুক্তিগত উন্নয়নের বহুমুখী তা বৃদ্ধি পাচ্ছে।
দ্রুততাঃ একটি কম্পিউটার অনেক দ্রুত কাজ করতে পারে। যেহেতু এটি বিদ্যুতের মাধ্যমে চলে তাই এটি অনেক দ্রুত যেকোনো কাজ সম্পন্ন করতে পারে।
স্মৃতি ধারণ ক্ষমতাঃ একজন মানুষের স্মৃতিতে অনেক কিছু মনে নাও থাকতে পারে। কিন্তু কম্পিউটারে আমরা যেকোনো স্মৃতি ধরে রাখতে পারি। যত দিনই হোক না কেনো কম্পিউটার আমাদের সব ধরণের স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠকগণ, আমরা আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে বলার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।
এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের আর্টিকেল পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন খবরাখবর পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ফলো করে রাখুন এবং আপনাদের পরিচিত জনের সাথে আমাদের ওয়েবসাইটটি Share করুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url