আর্টিকেল লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন

যুগের বিবর্তনের সাথে সাথে মানুষের বিভিন্ন কাজকর্মেরও পরিবর্তন ঘটছে। শুরুর দিকে মানুষ অফিসে বসে কাজ করলেও এখন এমন অনেক কাজ রয়েছে যা বাসায় বসে থেকেও করা যায়। একে সাধারণত ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আর্টিকেল রাইটিং অতি জনপ্রিয় একটি কাজ।
পোস্টসূচীপত্রঃআপনি চাইলে প্রতি মাসে আর্টিকেল লিখে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারে। কিন্তু শুধু আর্টিকেল লিখলেই হবে না বরং এটা লেখা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এবং এর নিয়ম মেনে লেখা হচ্ছে কি না সেটাও জানতে হবে।

ভুমিকা

আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে জানতে পারবো গেস্ট ব্লগিং কি কিভাবে কাজ করতে হয়, কিভাবে বিভিন্ন উপায়ে আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

গেস্ট ব্লগিং কি

গেস্ট ব্লগিং এর মানে হচ্ছে আমরা অন্য কোন বা অন্য কারো ওয়েবসাইটে অতিথি হয়ে কাজ করি এবং এর বিনিময়ে আমার টাকা ইনকাম করতে পারি। অর্থাৎ আপনার নিজস্ব কোন ওয়েবসাইট থাকুক বা না থাকুক আপনি আর্টিকেল লিখে অন্য কারো কাছে তা বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। এটাকে অনেকে জবের সাথে তুলনা করতে পারে।

গেস্ট ব্লগিং এর সুবিধা

এই নিয়মে আর্টিকেল লিখে সুবিধার কথা বলতে গেলে সুবিধা অবশ্যই পাওয়া যাবে। যেমন, আপনি যদি কোন ওয়েবসাইটের জন্য নিয়মিত আর্টিকেল লিখে দেন সেই ওয়েবসাইটের মালিক আপনাকে সেই আর্টিকেলের বিনিময়ে আপনি অর্থ প্রদান করে।

কিন্তু লেখাটা ভালো ছিল কি খারাপ ছিল এবং লেখাটি দিয়ে ওই ওয়েবসাইটের কোন লাভ হয়েছে কি লস হয়েছে এটা আপনার দেখার বিষয় নয়। আপনি আর্টিকেল লিখে জমা দিবেন তারা আপনাকে টাকা দিবে। আপনি কাজ করবেন টাকা পাবেন। ঠিক একটা চাকরির মতন।

গেস্ট ব্লগিং এর অসুবিধা

কোন কিছুর সুবিধা থাকলে অসুবিধাও থাকবে এটাই স্বাভাবিক নিয়ম। গেস্ট ব্লগিং এর ক্ষেত্রে অসুবিধা হলো, এমন অনেক আর্টিকেল আছে হাজার হাজার ডলার ইনকাম করা যায়।

তো আপনার আর্টিকেল যদি সে পর্যায়ের হয়ে থাকে এবং আপনি সে আর্টিকেলটি অন্য ওয়েবসাইটকে পোস্ট করতে দিলেন সেই ওয়েবসাইটটি আপনার ওই আর্টিকেল থেকে হাজার হাজার ডলার ইনকাম করলেও আপনি তার কোন অংশ পাবেন না। 

কারণ আপনি এখানে চাকরির মত কাজ করছেন। অর্থাৎ অসুবিধা হচ্ছে, আপনার যে কোন ভালো পোস্ট থেকে আপনি শুধু একবার ইনকাম পাবেন কিন্তু যে ওয়েবসাইট আপনার লেখাটি পাবলিশ করা হবে তার লাইফ টাইম ইনকাম পেতে থাকবে।

আর্টিকেল দিয়ে ইনকাম

ইতোমধ্যে আপনারা জেনে গেছেন গেস্ট ব্লগিং এর মাধ্যমে কিভাবে আর্টিকেল লিখে ইনকাম করা যায়। আপনি যদি নতুন আর্টিকেল রাইটার হন এবং বুঝতে না পারেন আপনি কোথায় আর্টিকেলগুলো বিক্রি করবেন সেক্ষেত্রে চারটি উপায় ব্যবহার করতে পারেন। গেস্ট ব্লগিং করে চার রকম উপায়ে ইনকাম করা যায়।

ফেরি করা সিস্টেম

আপনি যদি কোন ওয়েবসাইটের মালিকের কাছে যেয়ে বলেন যে আপনি একজন গেস্ট ব্লগার এবং আপনি আপনার আর্টিকেল বিক্রি করেন। কোন ওয়েবসাইটের মালিক যদি আপনার আর্টিকেল পড়ে আপনার আর্টিকেলটি কিনতে চাই তাহলে সে ওয়েবসাইটের মালিক আপনার সাথে নিজে থেকেই যোগাযোগ করবে। দুটি উপায়ে বিভিন্ন ওয়েবসাইটের মালিকের সাথে যোগাযোগ করা যেতে পারে।

সোশ্যাল পেজ ব্যবহার করেঃ প্রথমত কোন ভালো ওয়েব সাইটে ঢুকে সেই ওয়েবসাইটের contact সকল তথ্য সংগ্রহ করতে হবে এরপর তাদেরকে বোঝাতে হবে যে আপনি একজন গেস্ট ব্লগার এবং আপনার কাছে অনেক আর্টিকেল রয়েছে সেগুলো আপনি বিক্রি করতে চান।

সোশ্যাল পেজে account করেঃ আপনি যেমন অন্য কোন ওয়েবসাইটের মালিক কে খুঁজে বেড়াচ্ছেন নিজের আর্টিকেল বিক্রি করার জন্য তেমনি এমন অনেক ওয়েবসাইট মালিক রয়েছে গেস্ট ব্লগার খুঁজে বেড়াচ্ছে।

খুঁজতে খুঁজতে তারা যেন আপনাকে পায় সেজন্য অবশ্যই আপনাকে নিজস্ব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনার আর্টিকেলের বিভিন্ন তথ্য submit করে রাখতে হবে। এভাবেও ওয়েবসাইট মালিক আপনাকে খুঁজে আপনাকে দিয়ে আর্টিকেল লিখে নিতে পারে।

মার্কেটপ্লেসে আর্টিকেল লিখে বিক্রি করা

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অনেক মার্কেটপ্লেস সৃষ্টি করা হয়েছে। এখানে অনেক ফ্রিল্যান্সার তাদের দক্ষতা দিয়ে কাজ করে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার যোগ্যতা গড়ে তুলেছে। 

আপনি যদি আপনার আর্টিকেল বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করতে চান তাহলে যে মার্কেটপ্লেসগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলোতে account তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটের মালিকদের কাছে আপনার আর্টিকেল পৌঁছে দিতে পারেন। যেমন, fiverr,up work ইত্যাদি।

গেস্ট ব্লগিং করে পার্টটাইম জব করা

আর্টিকেল লিখে পার্ট টাইম সব করার জন্য আপনি গুগলে যেয়ে, "আর্টিকেল লিখে আয় করার উপায় " এরকম আরো অনেক কথা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আর্টিকেল লিখে পার্টটাইম জব করার সুযোগ রয়েছে।

আপনি যদি মনে করেন আপনি আর্টিকেল লিখে পার্ট টাইম জব করবেন তাহলে গুগলের সার্চ দিয়ে এভাবে বিভিন্ন ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারেন।

গেস্ট ব্লকিং করে ফুলটাইম জব করা

গেস্ট ব্লগিং করে ফুল টাইম জব করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোন ওয়েবসাইট নেই যারা একটা নির্দিষ্ট ভালো স্যালারি প্রদান করে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন গেস্ট ব্লগিং করে ফুলটাইম জব করার ক্ষেত্রে অর্ডিনারি আইটি ওয়েবসাইটে কাজ করে নির্দিষ্ট এবং ভালো একটা স্যালারির অংশীদার হতে পারেন।

গুগলি কন্টেন্ট পলিসি

গুগল কন্টেন্ট পলিসি থেকে আমরা জানতে পারবো যে গুগল কোন কোন কনটেন্টকে সাপোর্ট করে এবং কোন কোন কন্টেন্ট কে সাপোর্ট করে না। এর মানে হচ্ছে আপনি যে কোন বিষয় নিয়ে গুগলে কনটেন্ট লিখতে পারেন কিন্তু এমন কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলো গুগল তৈরি করেছে কন্টেন্ট লেখার বিষয়ে।

আপনি কোন কনটেন্ট লিখেছেন কিন্তু সেটি গুগলের নিয়ম সম্মতি কিনা সেটা গুগল আপনার কন্টাক্ট চেক করার পর আপনাকে কোন সিদ্ধান্ত দিতে পারে।আপনি যদি গুগলের নিয়ম নীতি না মেনে কোন কনটেন্ট লিখি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন তাহলে গুগল আপনার ওপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

আপনি যদি গুগলের নীতিমালা ভঙ্গ করে কোন কন্টেন্ট লিখে পাবলিশ করেন তাহলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো জানতে এখানে চাপ দিন।
তথ্যসূত্রঃ OrdinaryIT

অ্যাডভান্স টেকনিক অনুসরণ করে আর্টিকেল লেখা

আর্টিকেল লেখার বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। কিন্তু আরো কিছু সম্পর্কে আপনাদের জেনে রাখা উচিত। নিচে কিছু নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

ইন্টারেস্ট ধরে রাখা

যেকোনো বিষয়ে লিখার জন্য ইন্টারেস্ট ধরে রাখতে দুইটি বিষয় ব্যবহার করতে পারেন

ম্যাজিকাল টাইটেলঃ আপনি যখন কোন বিষয়ে আর্টিকেল লিখেন তখন সে আর্টিকেলটি অন্য আর্টিকেলের থেকে অবশ্যই ভালো লিখতে হবে। তবে আর্টিকেল পড়ার আগে প্রথমে মানুষ আর্টিকেলের টাইটেল কি রয়েছে সেটা দেখে তারপরে আর্টিকেলে প্রবেশ করে।

অর্থাৎ আপনার কোন আর্টিকেল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার আরটিকে টাইটেলটি অবশ্যই attractive হতে হবে। মানুষের চোখে লাগার এই attractive টাইটেল কি ম্যাজিকাল টাইটেল বলে।

আপনি আমি শব্দের ব্যবহারঃ attractive টাইটেল লেখার সাথে আপনার আর্টিকেলে অবশ্যই সম্বোধনজনক কিছু শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমি আপনি এ শব্দগুলো বেশি ব্যবহার করতে হবে। যাতে করে মানুষ পড়ার সময় বুঝতে পারে যে আপনি এবং আপনার পাঠক একসাথে বসে আছেন এবং কোন বিষয় নিয়ে আলোচনা করছেন।

তাছাড়া আপনার আইডিতে শুরুতে অবশ্যই এই বিষয়টি লেখা উচিত যেগুলো আপনি আর্টিকেল এর ভিতরে বিস্তারিতভাবে বলেছেন। তাহলে অবশ্যই মানুষ আগ্রহ নিয়ে আপনার আর্টিকেলটি পড়বে।

অন্যান্য পেজের লিংকিং করা

অন্যান্য পেজের সাথে লিংকিং এর মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন কেউ আপনার কোনো আর্টিকেল পড়ে এবং সেই আর্টিকেল সম্পর্কিত অন্য আরেকটি আর্টিকেল আপনি আপনার পাঠকদের পড়াতে পারেন। তাছাড়া লিংকিং এর মাধ্যমে আপনি আপনার পাঠকদেরকে বিভিন্ন অ্যাড দেখিয়েও আপনি ইনকাম করতে পারেন।

একশন বাটন যোগ করা

আপনার ওয়েবসাইটের কোন আর্টিকেলের মধ্যে যখন কোনো লেখায় লিংকিং করে দেন অনেকে তখন সেই লেখা দেখতে বুঝতে নাও পারে যে এখানে হয়তো কিছু লিংক করা আছে। তবে আপনি যদি কোনো লেখাকে লিংকিং করার পর সেটাকে একটা বাটন হিসেবে উপস্থাপন করেন তাহলে সেটা খুব সহজে মানুষের নজরে আসবে এতে আপনার এক পোস্ট থেকে অন্য পোস্ট দেখতে সহজেই মানুষ উৎসাহ পাবে।

এছাড়া SEO অপটিমাইজেশন Adsense ad অপটিমাইজেশন এই দুটি বিষয়ও শিখতে হবে। এগুলো শিখতে হলে এই লিংকে চাপুন।
তথ্যসূত্রঃ OrdinaryIT

লেখকের মন্তব্য

প্রিয় পাঠকগণ,আমরা আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে গেস্ট ব্লগিংকি এর সুবিধা অসুবিধা, গুগলের পলিসি এবং কিভাবে এডভান্সভাবে আর্টিকেল লিখা যায় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে কিছুটা হলেও ধারণা প্রদান করতে পেরেছি।

এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন বিষয় জানতে হলে আমাদের ওয়েবসাইটটিতে ফলো দিয়ে রাখুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url